Home ছড়া-কবিতা হেমন্ত -আজাদ শেখ

হেমন্ত -আজাদ শেখ

পুবের বিলে মাতাল হাওয়া
সুর তুলেছে ছন্দে
সারাটা গাঁও পাগল পারা
আমন ধানের গন্ধে।

কোকিল পাখি মিহিন সুরে
গান ধরেছে ডালে
নদীর বুকে উছল হাওয়া
টান লেগেছে পালে।

গাছে গাছে ফুল ফুটেছে
মল্লিকা আর হিমঝুরি
ফুলে ফুলে ঘ্রাণ ছড়ানো
এমন ঋতুর নেই জুড়ি।

নতুন রূপে সাজবে ধরা
রব উঠেছে এমন তো
শরৎ শেষে এলো এবার
ঋতুর রাণী হেমন্ত।

SHARE

Leave a Reply