Home নিয়মিত আমাদের কথা নরম রোদের ছোঁয়া

নরম রোদের ছোঁয়া

আজ কিছুই ভালো লাগছে না। না কারো হাসি, না মেঘহীন আকাশের ঝকঝকে আলো! আঁধারে মুখ লুকোতে ইচ্ছে করে, গহিন আঁধারে! আহা, যদি এখনই রাত নেমে আসত!

সকাল থেকেই মন খারাপ করে আছে লায়লা।
মা খেয়াল করছেন সবই। ডেকে বললেন- কী হয়েছে তোমার? লায়লা বলল- আমি বড়ো অপরাধ করে ফেলেছি মা! আজ ফজরে আমি সজাগই ছিলাম। কিন্তু অলসতা করে উঠিনি। এখন খুবই খারাপ লাগছে।

মা, বললেন- এ তো ভালো কথা!
মহানবী (সা) বলেছেন- যখন ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজ কষ্ট দিবে- তখন তুমি মুমিন! (আহমাদ)।
এখন আমি কী করব?- বলল লায়লা।
মা বললেন- হতাশ হয়ো না, মা। তাওবা করলে আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। কেউ অপরাধ করে তাওবা করলে আল্লাহ যে কী খুশি হন, শোনো-

“আল্লাহ তাঁর বান্দাহ তাওবার কারণে ওই লোক হতেও বেশি আনন্দিত হন- যে তার একটি উটের ওপর পাথেয় ও মশক বহন করে সফরে বের হয়েছে। আর অবশেষে এক জনমানবহীন মাঠে উপস্থিত হয়েছে। দুপুর হয়ে গেলে সে নেমে পড়ে এবং গাছের তলায় বিশ্রাম করতে থাকে। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং তার উটটি চলে যায়। সে সজাগ হয়ে টিলায় দৌড়ে গেল, তবে কিছু দেখতে পেল না। তারপর অপর টিলায় দৌড়ে গেল, সেখানেও কিছু দেখতে পেল না। তারপর সে তৃতীয় এক টিলায় দৌড়ে গেল, সেখানেও কিছু দেখতে পেল না। অবশেষে সে যেখানে ঘুমিয়েছিল, সেখানে এসে বসে থাকে। এমন সময় হঠাৎ হাঁটতে হাঁটতে উটটি তার কাছে চলে আসে। অমনি সে তার হাতে এর লাগাম চেপে ধরে। যথাযথভাবে তার উট ফিরে পাওয়ার যে আনন্দ- আল্লাহ তার বান্দার তাওবার কারণে এর চেয়েও বেশি আনন্দিত হন।” (মুসলিম)।

লায়লা বলল- সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু! তার চোখে-মুখে জেগে উঠল অনাবিল আলোর ঝিলিক। যেন তুমুল বৃষ্টির পর নরম রোদের ছোঁয়া লেগেছে গাছের ভেজা পাতায়।
বিলাল হোসাইন নূরী

SHARE

Leave a Reply