একটি সময় ছিল আঁধার
হতো অপকর্ম যে
রাসূল এসে প্রচার করেন
সত্য পথের ধর্ম যে।
রাসূল হলেন শ্রেষ্ঠ নবী
বন্ধু ছিলেন বিধাতার
তবু কাফের জেনেশুনে
দিতো কাজে বাধা তাঁর।
আজো ওদের অনুসারী
আঘাত করে ধর্মকে
পাপে পাপে জর্জরিত
করে নিজের কর্মকে।
একটি সময় ছিল আঁধার
হতো অপকর্ম যে
রাসূল এসে প্রচার করেন
সত্য পথের ধর্ম যে।
রাসূল হলেন শ্রেষ্ঠ নবী
বন্ধু ছিলেন বিধাতার
তবু কাফের জেনেশুনে
দিতো কাজে বাধা তাঁর।
আজো ওদের অনুসারী
আঘাত করে ধর্মকে
পাপে পাপে জর্জরিত
করে নিজের কর্মকে।