Home তোমাদের কবিতা জান্নাতের নীড়ে -শিমন রহমান

জান্নাতের নীড়ে -শিমন রহমান

হৃদয়টাকে জ্বালাও আমার
হেদায়েতের নূরে,
দুঃখ জ্বালা নিভাও প্রভু
কুরআনের সুরে!

আমায় তুমি ভালোবাসো
রহমতের ডোরে,
কাটুক আমার সারা জীবন
রাসূল প্রেমের ঘোরে!

সকল কিছু চলুক আমার
তোমার খুশি ঘিরে,
কবরটাকে বানাও শুধু
জান্নাতের নীড়ে।

SHARE

Leave a Reply