Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু: আচ্ছা বলতো, রাতে কুকুর কেন কাঁদে?
২য় বন্ধু : কারণ শীতে তারা কম্বল পায় না আর গরমে এসি পায় না সে জন্য।
ইসমাঈল সাজিদ নিশান
দক্ষিণ বাকলিয়া, বাকলিয়া থানা দক্ষিণ, চট্টগ্রাম

বল্টু ও দোকানদারের মাঝে কথোপকথন
বল্টু : মামা একটা সাবান দিন তো
দোকানদার : এই নাও তোমার সাবান।
বল্টু : মামা টাকা নিন।
দোকানদার : আরে টাকাটা তো ছেঁড়া!
বল্টু : মামা আপনিও তো আমাকে পচা সাবান দিলেন।
ফারিহা ফেরদাউস
বামনী আছিরিয়া ফাজিল মাদরাসা
বামনীয়া, কোম্পানীগঞ্জ, নোয়াখালী

শিক্ষক : অন্যের খাতা দেখে লেখা অন্যায় কাজ এই বাক্যটিতে কর্ম কোনটি?
ছাত্র : স্যার, ঐ বাক্যে কোন কর্মই নেই, সবটাই কুকর্ম।
তামজিদুর রহমান
মাইজদী, নোয়াখালী

শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন-
শিক্ষক : প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে অনুশীলনী ৪.২ এর অঙ্কগুলো বাড়ির কাজ থাকলো।
প্রথম ছাত্র : ঠিক আছে স্যার।
শিক্ষক : তাহলে তোমরা সকলেই অঙ্কগুলো আগামীকাল করে আনবে, না করলে খবর আছে! বাড়ির কাজ কিন্তু?
দ্বিতীয় ছাত্র : স্যার আমি তো মেসে থাকি।
জাবির আহম্মেদ জিহাদ
চিনাডুলী, ইসলামপুর, জামালপুর

SHARE

Leave a Reply