অগ্রহায়ণ কার্তিক মাস নেই আগেকার রূপ,
নেই তাই সেই হেমন্তু ঋতু নিরিবিলি নিশ্চুপ।
চতুর্থ ঋতু শরতের পর শীতের পূর্বাভাস,
আকবর যাকে নাম দিয়েছিলো খাজনা তোলার মাস।
এই ঋতু ছিলো ধান ফলাবার এসময় পাকে ধান,
বাতাসের গায়ে শিউলি কামিনী গন্ধরাজের ঘ্রাণ।
ফসল কাটার ঋতু হেমন্ত নবান্ন উৎসব,
ফিরনি পায়েশ পিঠা ক্ষীর কতো আনন্দ অনুভব।
লাঠিখেলা গান বাজনা নৃত্য নাগর দোলার দোল,
গ্রাম্য মেলার বাতাসা মোয়ার পসরা, বাজনা ঢোল।
আবছা কুয়াশা হালকা শিশির ঢেকে দিতো মাঠ ঘাট
রোদের বর্ণ আমেজ মিষ্টি ছড়াতো ঋতুর পাঠ।
এইসব ছিলো যখন আসতো হেমন্ত ঋতু তার,
যত রং রূপ প্রাণ স্পন্দনে ছবি হতো একাকার।
এখন আর সেই হেমন্ত নেই ততটা দৃশ্যমান,
বাতাসে আকাশে ফসলে বৃক্ষে একেবারে নিষ্প্রাণ।