প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
তোমরা কি হিম হিম হিমেল হাওয়ার কোনো আভাস পাচ্ছ?
হ্যাঁ, এটা হেমন্ত কাল!
আর হেমন্ত মানেই হিমেল পরশে সবুজ ঘাস লতাপাতা সবকিছু সজীব সতেজ হয়ে ওঠা। এই ঋতুতে শিশিরের কণা চিক চিক করে ওঠে ভোরের সূর্যের আলোতে। কী সুন্দর মোহময় দৃশ্য!
হেমন্ত নিয়ে থাকছে এ সংখ্যায় তোমাদের জন্য অনেক চমক।
১৯ অক্টোবর আমাদের প্রাণের কবি, জাগরণের কবি, মানবতার কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী। নানাভাবে আমরা তাঁকে এই দিনে স্মরণ করবো ইনশাআল্লাহ। কিশোরকণ্ঠেও থাকছে তাঁর ওপর বিশেষ লেখা।
এই অক্টোবরেই পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হচ্ছে। অর্থাৎ, সীরাতুন্নবী (সা) মাস। গোটা মাসেই আমাদের সকল আয়োজনের কেন্দ্রবিন্দুতে যেন থাকে রাসূল (সা)-এর জীবন, আদর্শ ও তাঁর কর্মপ্রবাহ নিয়ে নানামুখী কর্মসূচি।
রাসূল (সা) শুধু আমাদের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ছিলেন রাহমাতুল্লিল আলামীন।
আমরা যেন তাঁর প্রদর্শিত পথে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
প্রাণপ্রিয় রাসূলের (সা) প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে যেন আমাদের কাজে, কথায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে।
এসো, এই মহামানব রাসূল মুহাম্মাদ (সা)-এর প্রতি জানাই অকুণ্ঠচিত্তে দরুদ ও সালাম-
আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেককেই রাসূলপ্রেমিক ও রাসূল (সা)-এর অনুসারী হিসাবে কবুল করুন।
আমিন ইয়া রাব্বাল আলামীন।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।