Home তোমাদের কবিতা সচেতন হই -আরিফুল ইসলাম

সচেতন হই -আরিফুল ইসলাম

আগের মতো যায় না দেখা
পুকুর-জলাশয়,
মাটি দিয়ে ভরাট করে
নতুন বাড়ি হয়।

ট্যাংরা পুঁটি মাগুর কই
নেই তো আগের মতো,
খাল-বিল ভরাট করে
ধ্বংসে থাকে রত।

এখন থেকে সচেতন হই
এসব রক্ষা করি,
ভরাট নয় আর নদী-নালা
পুকুর খনন করি।

SHARE

Leave a Reply