Home ছড়া-কবিতা নদীর ডাকে যাচ্ছে ছুটে -সোমা মুৎসুদ্দী

নদীর ডাকে যাচ্ছে ছুটে -সোমা মুৎসুদ্দী

নদীর ডাকে যাচ্ছে ছুটে শৈশবের ঐ দিন
মনের পাতায় সে-সব স্মৃতি আজও অমলিন।
নদীর সাথে দেখা হতো নদীর সাথে কথা
নদীর মাঝেই খুঁজে পেতাম নীরব সরলতা।
কলকলিয়ে যায়রে নদী ঘুমভাঙা গান গেয়ে
আবার আমি ছোট্ট হলাম নদীর দেখা পেয়ে।
নদীর কাছেই আমার বাড়ি শান্ত সবুজ গ্রামে
আজকে নদী গান পাঠালো জলরঙের এক খামে।
আয়রে নদী কলকলিয়ে আবার স্মৃতির মাঝে
তোকে নিয়ে গান কবিতা সাজাই সকাল সাঁঝে।

SHARE

Leave a Reply