Home ছড়া-কবিতা পদ্মা -মোরশেদা হক পাপিয়া

পদ্মা -মোরশেদা হক পাপিয়া

প্রমত্তা তুই বেশ দাপুটে
উথাল পাথাল এক ক্ষেপাটে
খরস্রোতা গতি
রুদ্র ভয়াল অতি।

ঢেউগুলো তোর সাপের ফণা
পাহাড় চূড়া বিজলি কণা
ফুঁসিস কেন অত?
ভয় পেয়েছি কত!

ছুটিস যেন বল্গাহারা
ভয় ভীতি নেই ছন্নছাড়া
সাহস কোথায় পাস?
আমায় বলে যাস।

পদ্মা আমি, শাসন ছেঁড়া
উত্তাল এক স্বপ্ন ঘেরা,
ছুটবি যদি
আমার সাথে আস
ভয় কুঁড়েমির
গলায় দিয়ে ফাঁস।

ছুটবো দু’জন
বীর বিক্রমে
ভাঙবো দু’জন
নিত্য গড়ার প্রেমে।

SHARE

Leave a Reply