Home নিয়মিত মেঘনা -শাহরিয়ার শাহাদাত

মেঘনা -শাহরিয়ার শাহাদাত

আঁকতে বলো যদি
রঙ তুলিতে আঁকবো আমি
প্রিয় মেঘনা নদী।

হিম ঝরানো হাওয়া
নদীর ধারে সবুজ-শ্যামল
তরু-লতায় ছাওয়া।

আঁকতে আমার সাধ
নদীর বুকে বিশাল কাঁসার
থালার মতোই চাঁদ!

মেঘনা আমায় ডাকে
রোদতাঁতানো বালুর চরে
লাল কাঁকড়া থাকে।

আঁকতে আমি রাজি
শীতল জলের মেঘনা বাঁকে
ডিঙি নায়ের মাঝি।

আঁকবো নদীর বাঁক
মেঘনা তীরে গাছের ভিড়ে
শ্বেত বলাকার ঝাঁক।

আঁকবো নদীর কূল
শরৎকালে হাওয়া দোলে
শুভ্র কাশের ফুল।

বুকটা থরো থর
ঝড়বাদলের সময় হলেই
মেঘনা ভয়ঙ্কর !

আঁকছি বারোমাসি
রঙ তুলিতে; ঢেউয়ের ভাঁজে
মেঘনা ভালোবাসি।

SHARE

Leave a Reply