Home ছড়া-কবিতা সুরমা -মালেক ইমতিয়াজ

সুরমা -মালেক ইমতিয়াজ

সুরমার তীরে হয়নি বসা
সে তো অনেক কাল
হয় না দেখা উথাল হাওয়ায়
উড়ছে নায়ের পাল।

ক্ষণে ক্ষণে নাম না জানা
বেবাক মাছের ঘাই
চোখ বুজলে সেই ছবিটা
দেখতে আজও পাই।

শৈশবে এই সুরমা নদী
আমার ছিল মিতা
যে নদীতে মাছ ধরতেন
আলীর ধীবর পিতা।

SHARE

Leave a Reply