রুপোর নূপুর পায়ে দিয়ে
ছলাৎছলাৎ ছল
পাহাড় বেয়ে কর্ণফুলি
নামছে টলমল।
ঢেউ তোলা তার ভঙ্গিমাটি
মোহন রূপের সাজ
ঝলক তুলে চলছে ছুটে
একটুও নেই লাজ।
কর্ণফুলি, কর্ণফুলি
কানে কোথায় ফুল
ঝুমকোজবা, আলোক লতা
মুক্তো দানার দুল?
ইচ্ছে মতো চলছো ছুটে
যেথায় তোমার সাধ
সাগর বুঝি ডাকছে তোমায়
নেইকো তোমার বাঁধ?