প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি তোমরা সবাই ভালো আছো। সুস্থ আছো এবং লেখাপড়ায় মগ্ন আছো।
আমরা তোমাদের সার্বিক সফলতা কামনা করি।
নদীমাতৃক দেশ- বাংলাদেশ।
পৃথিবীর সকল দেশের চেয়ে আমাদের দেশটি বৈচিত্র্যে ভরা একটি দেশ।
এখানে কী নেই?
সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এদেশের নদী নালা খাল বিল হাওড় বাঁওড় প্রভৃতি।
প্রকৃতির শোভা বর্ধনে যতটুকু আয়োজনের প্রয়োজন, তার সবকিছুই আছে সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশে।
এজন্যই তো কবি বলেছিলেন-
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’
প্রকৃত অর্থেই তাই।
এমন দেশটির মতো বৈচিত্র্যে ভরা আর কোনো দেশ আছে কি?
প্রিয় বন্ধুরা, সেপ্টেম্বর সংখ্যাটি এবার সাজানো হলো তোমাদের ভালোলাগা সেই নদী দিয়ে।
নদীবিষয়ক একগুচ্ছ কবিতা তো আছেই, সেই সাথে আছে নদীবিষয়ক নিবন্ধ, গল্প, ফিচার।
আশা করি তোমাদের এই সংখ্যাটি খুব ভালো লাগবে।
পরিশেষে নদীবিষয়ক কবিতার দু’টি লাইন দিয়েই শেষ করছি আজকের মতো তোমাদের সাথে মধুর আলাপন। কবির ভাষায়-
‘এই যে নদী আমার নদী
কোথায় বা তার ঘর?
সে যে আমার বুকের ভেতর
নিত্য সহচর।’
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।