Home তোমাদের কবিতা প্রিয় শৈশব -কবির মাহমুদ

প্রিয় শৈশব -কবির মাহমুদ

শৈশব মাড়িয়েছি
সবুজের গাঁয়,
কতো ভোর নাড়িয়েছি
তুলতুল পায়।

জোনাকির ঝিকিমিকি
চাঁদনী রাতে,
শিশিরের ঝলকানি
ফুল ফোটা প্রাতে।

কতো সুখ ছিল মনে
কতো রঙ ঢং,
হারিয়েছি সেই কাল
সহপাঠী সঙ।

মধুময় স্মৃতিটুকু
কাটে দাগ মনে,
আর দেখা হয় না তো
গোধূলির সনে।

বিকেলের মাঠ আছে
শিশু কই সব?
ফিরবে না কভু আর
প্রিয় শৈশব।

SHARE

Leave a Reply