Home তোমাদের কবিতা অশ্রু ঝরে -সুমন আলী

অশ্রু ঝরে -সুমন আলী

এই নিশিতে দিলাম আড়ি
এই দুনিয়ার সবের সাথে,
বন্ধ হলো সব জানালা
চলবে কথা রবের সাথে!

একলা একা গহিন আঁধার
ডাকছে রাতের জোনাক পোকা,
পাপের ডালি করছি স্মরণ
অশ্রু ঝরে থোকা থোকা!

আমার রবের অসীম দয়া
আমার ওপর আছড়ে পড়ুক,
বিশাল পাপের পাহাড় থেকে
ঝর্ণা ধারায় গোনাহ ঝরুক!

আঁধার রুহে নূর ঢেলে দিক
আমার মালিক নিপুণ হাতে,
দু’হাত ভরে নাও রে ক্ষমা
আর থেকো না অপেক্ষাতে!

SHARE

Leave a Reply