Home নিয়মিত আমাদের কথা প্রিয় কবি নজরুল

প্রিয় কবি নজরুল

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছো তোমরা?
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এই আগস্ট মাসের ২৭ তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন।
তোমরা কি বলতে পারো সেটা কী জন্য? কার জন্য?
সেটা আর কিছু না, আমাদের প্রাণপ্রিয় কবি, জাতীয় জাগরণের কবি,
ঘুম ভাঙানিয়া কবি- কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী।
এই মহান কবির মৃত্যুবার্ষিকীতে আমাদের কী করা উচিত বলো তো?
বিষয়টি নিশ্চয়ই তোমরা জানো।
তারপরও বলি- কবির মৃত্যুবার্ষিকীতে আমরা নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারি। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে স্মরণ করবো সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, কবির ওপর লেখা এবং কবির লেখাসম্ভার পাঠ পরিক্রমার মধ্য দিয়ে।
তোমরা সবাই জানো যে, কবি নজরুল ইসলাম ছিলেন এক অসামান্য শক্তিমান কবি। তিনি স্বপ্নকে জাগিয়ে তুলেছেন। দেশ ও জাতির জাগরণের এক অসীম সাহসী কবি। এজন্য আমাদের জীবনে তাঁর কবিতা ও গান অবিস্মরণীয় হয়ে আছে।
সেসব কবিতা ও গানে আমাদের জাগরণের কথা আছে। স্বপ্নের কথা আছে। জাতি গঠনের কথা আছে। প্রতিদিন যাপিত জীবনের কথা আছে। সেগুলো আমাদের আরও বেশি করে জানতে হবে, পড়তে হবে এবং আমাদের চলার পথে কাজে লাগাতে হবে। কবির রচনাবলী ও জীবনী আমাদের অনেক বেশি বেশি পড়তে হবে। তাহলে আমাদের জন্য খুলে যাবে এক একটি বিস্ময়কর দরোজা। যেটা আমাদের খুব প্রয়োজন।
আমরা কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
তোমাদের সার্বিক নিরাপত্তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply