আমার ভীষণ ইচ্ছে করে
নদীর জলে ভাসতে
রোদের আলোয় ঘাসের বুকে
শিশির হয়ে হাসতে।
আমার ভীষণ ইচ্ছে করে
পাখির মত উড়তে
দেশ-বিদেশের আকাশ পথে
একাধারে ঘুরতে।
আমার ভীষণ ইচ্ছে করে
রাতের তারা গুনতে
নদীর পাড়ে আপন মনে
ঢেউয়ের শব্দ শুনতে।
আমার ভীষণ ইচ্ছে করে
বৃষ্টি হয়ে ঝরতে
মাঠের সকল সবুজ ফসল
দু’হাত দিয়ে ধরতে।