বৃষ্টি বাদল আসলো চলে
ভয়ে দুরুদুরু
কখন জানি পুবের আকাশ
করছে গুরুগুরু।
বৃষ্টি অনেক লাগে ভালো
ডাকলে আকাশ ভয়
কখন জানি ঝড় এসে যায়
কখন কী যে হয়।
আসলে ঝড় উড়ে যাবে
আমার ছোট্ট ঘর
ঘরের ওপর ছাউনি আছে
আলতো করে খড়।
বৃষ্টি বাদল আসলো চলে
ভয়ে দুরুদুরু
কখন জানি পুবের আকাশ
করছে গুরুগুরু।
বৃষ্টি অনেক লাগে ভালো
ডাকলে আকাশ ভয়
কখন জানি ঝড় এসে যায়
কখন কী যে হয়।
আসলে ঝড় উড়ে যাবে
আমার ছোট্ট ঘর
ঘরের ওপর ছাউনি আছে
আলতো করে খড়।