Home তোমাদের কবিতা কিশোর বয়স -সৈয়দ আসগার আহম্মেদ

কিশোর বয়স -সৈয়দ আসগার আহম্মেদ

কিশোর বয়স দুর্দান্ত,
বৈশাখী এক ঝড়!
প্রখর রৌদ্রে গাছে চড়ে
আম খাওয়া কড় কড়।
দুষ্টুমিতে সাক্ষ্য রেখে
অবাধ্যতায় চরম
শুনতে চায় না বিধি-নিষেধ
এমনই তাদের ধরম।

দুষ্টুমিটা রুখব না গো
একটু একটু কর,
লেখাপড়ায় মন দিও আর
ভালো রেজাল্ট কর।
অবাধ্যতায় সীমা লঙ্ঘন
কখনো না হয়
মান্য কর গুরুজনে
শুনবে সে কী কয়।

একটি কথাই মনে রেখ-
মানুষ হতে হবে
ভালো মানুষ হলে সবাই
সাবাস সাবাস কবে।
জীবন জুড়ে থাকবে তোমার
দায়িত্ব আর কাজ
এসব কথা মনে রেখ
যা বললাম আজ।

SHARE

Leave a Reply