লজ্জা নেই শরম নেই
ঘুষখোরের ঘুম নেই।
যেখানে যা কিছু পায়
খুব করে মজা লুটায়।
ডানে বামে চায় না
কারোর ভয় পায় না,
ভালো কথার দাম নেই
ঘুষখোরের লজ্জা নেই।
হঠাৎ দেখি মুখ ভার
খবর কেউ নিছে তার,
জানা হলো অসুখ তার
শরীর তার হলো অসার।
ছুটাছুটি দিগবিদিক
কোনো কিছু নেই ঠিক,
চিকিৎসা নিতে তার
ঘুরতে হলো কতদিক।
আকস্মিক শোরগোল
লোকমুখে হাজার বোল,
দেহখানা ফেলেই নাকি
উড়াল দিছে প্রাণপাখি।
ঘুষের টাকায় গাড়ি বাড়ি,
দু’দিন পরেই শূন্য বাড়ি!