শুনছো মা,
পাশের বাড়ির রুবিটার
মুখটা বড়ো বেজার
হয়নি কেনা নতুন পোশাক
ঘরেও নেই খাবার।
ও পাড়ার ছোট্ট রফিক
ধরেছে খুব বায়না
পান্তা পুটি পচা বাসি
খেতে যে আজ চায় না।
জানো মা,
সততার দায়ে চলে গেছে
রমিজ চাচার চাকরিটা
ঈদের খুশি নেইতো এবার
নিঝুম-নীরব বাড়িটা।
মুচকি হেসে মা জানালেন
দিয়েছি ওদের দাওয়াত
ঈদের দিনে এই বাড়িতে
চলবে ওদের যাতায়াত।