Home ছড়া-কবিতা বর্ষা বাদল বিষ্টি -আতিফ আবু বকর

বর্ষা বাদল বিষ্টি -আতিফ আবু বকর

শিউলির ডালগুলো ভেজা
পাতা চিকচিক
বিষ্টির বিরতিতে দেখো
রোদে ঝিকমিক।

কদমের ফুলগুলো যেন
গোল গোল বল
ভিজে ভিজে কুড়ায়ছে ওরা
দস্যির দল।

মুক্তোর দলা ধরা আছে
কচু পাতা বুক
বাদলের ধারা এ কি জানো
ছোট্ট ভাবুক।

বিষ্টিও যা বর্ষাও তাই
বাদলও ঠিক এক
নামকরণে তফাত শুধু
সবার জানা থাক।

SHARE

Leave a Reply