Home ছড়া-কবিতা কুরবানি দাও -কামরুল আলম

কুরবানি দাও -কামরুল আলম

কুরবানি দাও, কুরবানি দাও,
কুরবানি দাও, কুরবানি
দাও ছড়িয়ে বিশ্বমাঝে
নজরানার এই সুর-বাণী।

ত্যাগের বাণী দাও ছড়িয়ে
আল্লাহতায়ালার শানে
রবের হুকুম পালন করো
সকল মুসলমানে।

দাও মুছে দাও হিংসা-বিভেদ
মনের সকল গ্লানি
কুরবানি দাও, কুরবানি দাও,
কুরবানি দাও, কুরবানি।

কুরবানির ওই বার্তা নিয়ে
ঈদুল আযহা এলো
ইবরাহিমের সন্তানেরা
চোখের পর্দা মেলো।

পাপ-কালিমা কুরবানি দাও
পবিত্র এই ক্ষণে
অহংকারের ছিটেফোঁটা
রাখবে না কেউ মনে।

পশুত্বকে জবাই করে
জাগাও হৃদয়খানি
কুরবানি দাও, কুরবানি দাও,
কুরবানি দাও, কুরবানি।

SHARE

Leave a Reply