Home নিয়মিত আমাদের কথা ঈদ মুবারক ঈদ

ঈদ মুবারক ঈদ

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আজহা জুলাই মাসের প্রথম দিকে। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক ঈদ।
কুরবানির যে ত্যাগের মহান শিক্ষা, সেটা যেন আমাদের যাপিত জীবনের অংশ হতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

জ্যৈষ্ঠের দাবদাহ ছাড়িয়ে এখন আষাঢ়ের গুরুগম্ভীর আওয়াজ কানে ভেসে আসছে। এ সময় যখন তখন বৃষ্টি! কখনো বা মুষল ধারে। বাইরে বের হওয়া কষ্টকর হয়ে যায়। তারপরও কিন্তু আষাঢ়ের মজাটাই আলাদা! বাইরেও নামা যায় না, আবার ঘরেও বসে থাকতে ইচ্ছে করে না। মন ছুটে যেতে চায় বৃষ্টির মধ্যে মাঠ-ঘাট আর পুকুর পাড়ে।

আষাঢ়ের বাদল দিনে কারই বা ঘরে বসে থাকতে ইচ্ছা করে! মনটা ছুটে যেতে চায় দূর-দিগন্তে, ভেজা ঘাসফুল আর ফসলের গন্ধ শুঁকতে। আষাঢ় তো এমনি। আমাদের মনকে উদাস করে তোলে। হৃদয়টা ভিজিয়ে দিয়ে যায়। আর ভাবনার জগতে ছুটে চলে স্বপ্নের পাখিরা।

আষাঢ় এলেই আষাঢ়ে গল্পের পেছনে কখনো বা ছুটতে ইচ্ছে হয়। আবার কখনো বা রিমঝিম বৃষ্টির গন্ধে মন টেনে নিয়ে যেতে চায় শাপলা ফোটা বিল কিংবা খালের ধারে। কিন্তু সাবধান ! মন চাইলেও অসতর্ক হওয়া যাবে না।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আজ এই পর্যন্তই!
আবারও জানাচ্ছি ঈদ মুবারক আসসালাম।

SHARE

Leave a Reply