গাছের ডালে একটি পাখি
আমায় ডাকে রোজ
সাত সকালে ছুটে আসে
নিতে আমার খোঁজ।
অবাক হয়ে প্রশ্ন করি
আচ্ছা পাখি বল্
কার ইশারায় ডানা মেলে
উড়লো পাখির দল?
কোথায় পেলে এই অবয়ব
কী অপরূপ দেহ!
পাখি বলে আল্লাহ ছাড়া
আর কি দেবে কেহ?
তোমরা ভাবো কিচিরমিচির
কার নামে কি জপে?
তাঁর নামেরই জিকির করে
দেয় নিজেকে সঁপে।