বাগান ভরা ফুলের মাঝে
সে ফুলটাই সেরা
সব ফুলেরা দিচ্ছে তাকে
নানান রঙের ঘেরা।
বাগান পাশে হাঁটছে পথিক
দেখছে ফিরে ফিরে
লোভের বসে ফেললো এবার
ফুলটাকে যে ছিঁড়ে।
কচি ডগার মাঝে ছিল
ফুলটার যেই রঙ
মানব কুলের জন্য সেটা
ধরে গেল জং।
বাগান ভরা ফুলের মাঝে
সে ফুলটাই সেরা
সব ফুলেরা দিচ্ছে তাকে
নানান রঙের ঘেরা।
বাগান পাশে হাঁটছে পথিক
দেখছে ফিরে ফিরে
লোভের বসে ফেললো এবার
ফুলটাকে যে ছিঁড়ে।
কচি ডগার মাঝে ছিল
ফুলটার যেই রঙ
মানব কুলের জন্য সেটা
ধরে গেল জং।