Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারো একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই
পরিচালক ভাইয়া

জুন ২০২২ সংখ্যার ছড়া
“কোন্ মিনার থেকে ভেসে আসে
বেলালী আজানের সুর?
আমাদের পৌঁছুতে হবেই সেখানে
হোক না সে পথ বহুদূর!”

মার্চ ২০২২ সংখ্যার ছড়া
“সকল জনই আপনজন
সকল প্রাণেই আছি
সবার প্রতি ভালোবাসা
ভালোবেসেই বাঁচি।”

আলোর মাঝে ভালোর মাঝে
থাকতে হবে রোজ
ভালোবেসে আপন করে
রাখতে হবে খোঁজ।

ভালোবেসে সবকিছুকে
করে নাও আপন
ক্ষমার চোখে উদার মনে
করো খুশির বপন।

একটুখানি ভালোবাসা
পাখির কলরব
তবেই হবে খুশি অনেক
তোমার আমার রব।

আরিফুর রহমান আদিব
ব্যাংক কলোনি ভেলানগর
নরসিংদী সদর

আরো যাদের লেখা
ভালো হয়েছে-

জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; পারভেজ অমি, কালিগঞ্জ, সাতক্ষীরা; আনোয়ার রশিদ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা; মিলাদ হোসেন সুজন, ফেঞ্চুগঞ্জ, সিলেট; মতিউর রহমান, পাবনা সদর; তানিয়া আক্তার, চৌদ্দগ্রাম, কুমিল্লা; মো: ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; ফারিহা ফেরদাউস, কোম্পানীগঞ্জ, নোয়াখালী; মোহাম্মদ হাসান, সোনাগাজী, ফেনী; মোহাম্মদ ফারুক, কর্ণফুলী, চট্টগ্রাম; জোবাইদুল ইসলাম, মিরসরাই, চট্টগ্রাম।

SHARE

Leave a Reply