প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো।
এই মুহূর্তে তোমাদের সাথে যখন কথা বলছি, ঠিক তখনই নিশ্চিত হওয়া গেল যে এই জুন মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
তবে পরীক্ষা যখনই হোক না কেন, পরীক্ষা তো পরীক্ষাই।
সুতরাং পরীক্ষার জন্য তোমাদের সেইভাবে প্রস্তুতি থাকা প্রয়োজন।
করোনাকালীন সময়ে গত দুই বছর শিক্ষা ক্ষেত্রে অনেক ধস নেমে গেছে। নিয়মিত ক্লাস না হওয়ার কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। তাই বলে এই ক্ষতি যে পুষিয়ে নেওয়া যাবে না, এটা কিন্তু নয়। চেষ্টা করলে সবই সম্ভব ইনশাআল্লাহ।
তোমাদের বোর্ড পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছ বলে আশা করছি। সেই সাথে মানসিক প্রস্তুতিও সেইভাবে যেন থাকে। তাহলে পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।
আল্লাহর ওপর ভরসা রেখে চিন্তামুক্ত হয়ে ক্রমাগত সামনে এগিয়ে যাও।
দোয়া করছি- সফলতা ছুঁয়ে যাক তোমাদের।
আল্লাহ তোমাদের সকল নেক প্রচেষ্টা কবুল করুন।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।