ঈদ এসেছে রোজাদারের
মুখে হাসি ফুটাতে,
করছি দোয়া তাদের জন্য
পারুক কিছু জুটাতে।
পাড়াপড়শির হক পালনে
আছে যাদের সামর্থ্য,
নিজের সাধ্যমতে আমরা
দিবো কিছু দাম অর্থ।
ঈদের পরেও এই ধারাটি
রাখতে পারি চলমান,
করলে কিছু তাদের জন্য
করবে প্রভু বলবান।
গরিবের হক আদায় হবে
মানো যদি রোজাদার,
তবেই শোনো নেমে যাবে
অযথা সব বোঝা তার।