Home ছড়া-কবিতা ঈদ এসেছে -মুজিবুল হাসান আরিফ ঈদ এসেছে -মুজিবুল হাসান আরিফ May, 2022 রোজার পরে সবার জন্য আসলো খুশির ঈদ সবকিছুই আজ ভুলে যাবো করবো নাতো জিদ। ঈদ এসেছে সেই খুশিতে ঘুম আসে না রাতে সকাল হলেই ঈদগা যাবো প্রতিবেশীর সাথে। নামাজ শেষে যাবো সবাই পাড়াপড়শির বাড়ি রেষারেষি ভুলেই যাবো দিব না আর আড়ি।