Home তোমাদের কবিতা ঈদ মোবারক -শাহারুল ইসলাম সুজন

ঈদ মোবারক -শাহারুল ইসলাম সুজন

চাঁদ হেসেছে নীল আকাশে
রহমতের ঘ্রাণ বাতাসে
বছর ঘুরে মোহন সুরে রমজানের শেষে-
ঈদুল ফিতর, ঈদ এসেছে সুখের নায়ে ভেসে।
এলো খুশির ঈদ উজাড় করে হৃদ-
সবাইকে সালাম প্রীতি ঈদ মোবারক ঈদ।

উৎসবের এ দিনটি ধরে
খুশির জোয়ার ঘরে ঘরে
ফিরনি পায়েস মিঠাই পিঠা স্বজনের মায়ায়-
মান অভিমান দুখ পালাবে অচীন সীমানায়।
মনেপ্রাণে ভালোবাসা করব রে খরিদ।

SHARE

Leave a Reply