টাকা শুধু টাকা!
টাকা ছাড়া দুনিয়াটা
একেবারে ফাঁকা।
টাকা আছে যার
দুনিয়াটা তার
গ্যারেজে পড়ে থাকে
দামি দামি কার!
টাকা থাকলে পকেটে
চড়া যায় রকেটে,
টাকা ওয়ালা পোলাপান
প্রায় সব বখাটে।
আসলে কি টাকাটা
দিতে পারে সব?
হয়েছে কি কখনো
কোনো অনুভব!
টাকা-কড়ি হলে কি
হয় কেউ সুখী?
টাকাওয়ালা লোকেরা
হয় খুব দুঃখী!
টাকা কভু হবে কি
হাশরের মাল?
টাকা শুধু দুনিয়ার
মিছে মায়া জাল।