Home ছড়া-কবিতা ঈদ রাঙা দিন -লতিফা আজাদ পুষ্প

ঈদ রাঙা দিন -লতিফা আজাদ পুষ্প

ফুলের বাগানে বসেছে ঈদের মেলা
ধরণীর বুকে চলে হাসি খুশির খেলা।

খোকা-খুকি সাজ সাজ রকমারি সাজে
জান্নাত, রাগাত ওরা ব্যস্ত খুব কাজে।

জিকরা, ইকরা মিলে মিশে হাঁটে
হাসি খুশি মন নিয়ে খেলে তারা মাঠে।

ঢেউয়ের দোলায় নাচে প্রাণ নাচেরে
ঈদের খুশির মতো আর কিছু আছেরে!

ছোটো-বড়ো যতো আছে ভেদাভেদ ভুলে
খুশির জোয়ারে ভাসে নয়া পাল তুলে।

বারো মাস হতো যদি ঈদ রাঙা দিন
জগৎটাই হতো ঠিক উজল রঙিন।

SHARE

Leave a Reply