Home ছড়া-কবিতা নির্মল আনন্দ -নূরুন্নাহার নীরু

নির্মল আনন্দ -নূরুন্নাহার নীরু

শাওয়ালের ওই চাঁদটি দেখ
হাসছে কেমন বাঁকা,
সবাই বলে ওতেই নাকি
ঈদের ছটা আঁকা।
ঈদ যদি হয় খুশি আর
ফুর্তি রাশি রাশি,
দুঃখীর মুখ ম্লান কেন
কেনই বা ঐ হাসি!
সওম পালন একটি মাস
কঠোর সাধনায়,
পরকালীন মুক্তি তাতে
শান্তি দুনিয়ায়।
এই নিয়তে রোজা রেখে
মুত্তাকি হয় যে জন,
ঈদের খুশি তারই জোটে
খোদার প্রিয় সে জন।
ঈদতো শুধুই দিবস নয়
একটি বর্ষ পূর্তি,
আল কোরআনে বিধান এলো
করবো বিমল ফুর্তি।

SHARE

Leave a Reply