রমজানের ওই রোজার শেষে
একফালি চাঁদ বললো হেসে
রাত পোহালেই খুশির ঈদ
বলতে এলাম ভালোবেসে।
খোকাখুকু দাঁড়িয়ে ছিল
বাবা মায়ের হাতটি ধরে।
চাঁদের হাসি দেখে সবার
ঈদের খুশি উছলে পড়ে।
নাচছে খোকা, নাচছে খুকু
কারও চোখে নাইরে নিদ
নতুন জামা জুতো পরে
কালকে হবে খুশির ঈদ।
মা রাঁধবে কোর্মা পোলাও
জর্দা, পায়েস আর সেমাই
বাড়ির পাশের দুঃখীজনের
ঘরেও তার ভাগ দেয়া চাই।