আজকাল পশ্চিমে যুদ্ধ
মানুষের স্বাধীনতা রুদ্ধ।
জীবনের গতি থেমে যাচ্ছে
হতাশায় হাবুডুবু খাচ্ছে।
চড়া দাম দরকারি পণ্যে
সাধারণ কমে পেতে হন্যে।
নাকে লাগে বারুদের গন্ধ
প্রাণ যায় তবু তারা অন্ধ।
যুদ্ধের সুর বাজে বিশে^
হায় হায় পড়ে শুধু নিঃস্বে।
সব কিছু হয়ে যায় ধ্বংস
শেষ হবে মানুষের বংশ!
এখনই হোক তবে বন্ধ
যুদ্ধটা পুরোটাই মন্দ।
আজ তাই একটাই শ্লোগান
বাঁচাও মানুষ সব আপ্রাণ।