ভূতেরা নাকি ইলিশ খায়
ইলিশ খেতে মজা পায়
সেই ভয়েতে ভীতুর ডিম
ইলিশ ছাড়া ভাত খায়।
ভূতের ভয়ে কাতর ভীতু
দিনে-রাতে কাতরায়
হয় না বাহির- ঘরের দুয়ার
পালাগানে যাত্রায়।
ভূতের ভয়ে ইলিশ ছাড়াই
ভীতুর ডিমের অক্কা,
জামাই গোসা- ইলিশ ছাড়া
হবে না-কো রক্ষা।
কি আর করা ভীতুর ডিম
ইয়াদ আলী বাজারে
দাম শুনে না কিনে তা
খায় গরম খাজারে।
ইলিশ ছাড়া বাড়ি ফেরত
ভীতুর বউ রান্ধে
এই না দেখে কন্যা নীতু
গাঁট্টি-বোঁচকা বান্ধে।
কন্যা কান্দে জামাই বান্ধে
পোঁটলা মাথায় পট
থাকবে না শ্বশুর বাড়ি
জামাইর মেজাজ হট।
ভীতুর বউ এই না দেখে
প্রতিবেশীর হাত পাতে
আনলো কিনে আস্ত ইলিশ
যায় ভুলে সব জাত পাতে।
ইলিশ এলো গরম ভাত
হায়রে ভূতের উৎপাত
ভীতুর বউ পুকুরঘাটে
দাঁত কপাটি চিৎপাত।
ভীতুর ডিম বলল কেশে-
কথা ভাঙায় গেল ফেঁসে
ইলিশ দিয়ে ভাত খেয়ে
ভূতের দল গেল পেয়ে!
ভীতুর বউ কথা বলে
চন্দ্রবিন্দু যোগ করে
ভীতুর ডিম জড়সড়
লাঠি নিয়ে ঠকঠক করে।
ভূতের ভয়ে পালায় কন্যা
জামাইর চোখে-মুখে ঘোর
ইলিশ ইলিশ আর খাবো না
এই করেছি হাতজোড়।