রোজার শেষে এসেছে ঈদ
চারিদিকে খুশির তাগিদ।
ঈদের খুশি বক্ষে পুষি
একেই বলে ঈদের খুশি।
ইচ্ছে করে বেরিয়ে পড়ি
যেথায় খুশি তথায় ঘুরি।
ঘরে ঘরে খুশির তুফান
খোকা-খুকোয় ভরা উঠান।
উঠান তো নয় ফুলের বাগান
সবাই মিলে ধরেছে গান
উঠান তো নয় ফুলের বাগান
ঈদের খুশির দিচ্ছে যোগান।