মা যে আমার জীবন জগৎ
মা যে আমার আলো
তার হাসিতে দূর হয়ে যায়
দুঃখ আঁধার কালো।
যার বুকেতে রাখলে মাথা
কেটে যায় সব ক্লান্তি,
মা-কে দেখে পাই যে আমি
মনের ভেতর শান্তি।
মা হয়ে যায় বটবৃক্ষ
আমার দিয়ে ছায়া,
মা হয়ে যায় শান্তির সাগর
আমার দিয়ে মায়া।
মা যে আমার বুকের ভেতর
শক্তি সাহস ঢালে,
মা যে আমার হৃদয় কোণে
আলোর প্রদীপ জ্বালে।