Home ছড়া-কবিতা ব্যস্ত জীবন -মনির হোসেন হেলালী ব্যস্ত জীবন -মনির হোসেন হেলালী April, 2022 ব্যস্ত বটে ব্যস্ত তটে ব্যস্ত সবসময় ব্যস্ত জীবন সফল জীবন ব্যস্ত সুখময়। ব্যস্ততাতে জীবন গড়ে ব্যস্ততাতে সুখ ব্যস্ততাহীন জীবন জগৎ ডেকে আনে দুখ। ইজি কাজে বিজি থেকে ব্যস্ততাকে দুষী অলস জীবন লালন করে অবসর থাকায় খুশি!