মনে পড়ে ছোটোবেলার
খেলাধুলা সব,
ছেলে মেয়ে সবাই মিলে
মিষ্টি কলরব।
দল বেঁধে রোজ সবাই মিলে
যেতাম পাঠশালায়,
সেসব দিনকে খুঁজে পাওয়া
এখন বড়ো দায়।
এসব স্মৃতি পড়লে মনে
কান্না আসে খুব,
মনে মনে ভাবি এসব
যখন থাকি চুপ।
মনে পড়ে ছোটোবেলার
খেলাধুলা সব,
ছেলে মেয়ে সবাই মিলে
মিষ্টি কলরব।
দল বেঁধে রোজ সবাই মিলে
যেতাম পাঠশালায়,
সেসব দিনকে খুঁজে পাওয়া
এখন বড়ো দায়।
এসব স্মৃতি পড়লে মনে
কান্না আসে খুব,
মনে মনে ভাবি এসব
যখন থাকি চুপ।