গাছের শাখে শিমুল পলাশ
ফুল ফুটেছে কত
চোখ ধাঁধালো ঝলমলে তা
ওই যে তারার মত!
উদাস উদাস দুষ্টু বায়ু
উড়ছে ফড়িং ক্ষেতে
গাছ-গাছালি নতুন পাতার
উৎসবে যায় মেতে!
ক্লান্ত দুপুর কাঁঠালগাছে
ডাকছে কোকিল কুহু
পুকুরপাড়ে আঁকছি ছবি
কেউ দেখে না-উঁহু!
গাছের শাখে শিমুল পলাশ
ফুল ফুটেছে কত
চোখ ধাঁধালো ঝলমলে তা
ওই যে তারার মত!
উদাস উদাস দুষ্টু বায়ু
উড়ছে ফড়িং ক্ষেতে
গাছ-গাছালি নতুন পাতার
উৎসবে যায় মেতে!
ক্লান্ত দুপুর কাঁঠালগাছে
ডাকছে কোকিল কুহু
পুকুরপাড়ে আঁকছি ছবি
কেউ দেখে না-উঁহু!