নীল আকাশে বেড়ায় ছুটে
সাদা মেঘের ভেলা,
কেউবা ভাসে, কেউবা ডোবে
করছে কীযে খেলা!
সূর্যটা ঠিক তারই মাঝে
মুচকি হাসি হেসে,
হাওয়ায় দুলে নেচে নেচে
উঠছে আবার ভেসে!
কী অপরূপ নাচন তারই
লাগছে চোখে ধাঁধা,
যাচ্ছে নেচে কোন খেয়ালে
মানছে নাতো বাধা!
বলছে খুকি, ঐ দেখো মা
নীল আকাশের গায়,
দুষ্টু মেঘের দলগুলো যে
ডাকছে আমায় আয়!
মেঘের সাথে খেলব আমি
করবো লুটোপুটি,
তারপরে মা আসব ঠিকই
তোমার কোলে ছুটি!