দুই বন্ধুর কথা চলছে-
১ম বন্ধু : দোস্ত ২০২২ সাল চলে এলো তো ২০২১ সালে কী অর্জন করলি?
২য় বন্ধু : করোনা সম্পর্কে জ্ঞান অর্জন করলাম।
খাদিজা তুল কোবরা উমামা
এনায়েতপুর, সিরাজগঞ্জ
বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক অন্যমনস্ক এক ছেলেকে বললেন-
শিক্ষক : এই ছেলে, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।
ছেলেটি হকচকিয়ে দাঁড়িয়ে বলল-
ছাত্র : কে? আমি?
শিক্ষক : গুড, হয়েছে। বসো।
মো: ইমদাদ উদ্দিন
দক্ষিণ সুরমা, সিলেট
দুই বন্ধুর মধ্যে জুটি সম্পর্কে কথা হচ্ছে-
১ম বন্ধু : বলতো পৃথিবীর সবচেয়ে বড়ো জুটি কোনটি?
২য় বন্ধু : পায়ের জুতার জুটি।
১ম বন্ধু : কেমনে? (অবাক দৃষ্টিতে )
২য় বন্ধু : একটা ছিঁড়ে গেলে অন্যটি অচল।
আল আমিন হোসেন
চন্ডিজান, উলিপুর, কুড়িগ্রাম
In an exam hall
১ম বন্ধু : দোস্ত after মানে বলে দে না।
২য় বন্ধু : পরে।
১ম বন্ধু : এখনি বল না, প্লিজ।
২য় বন্ধু : পরে।
১ম বন্ধু : বল না প্লিজ। দোস্ত বল না…!!
হা হা হা হা হা…
মো: ফেরদৌস জামান,
পঞ্চগড়, তেঁতুলিয়া,