Home ছড়া-কবিতা আমার দেশ -ইসলামুল হক তুষার আমার দেশ -ইসলামুল হক তুষার March, 2022 হাজার দেশের মধ্যে আমার একটি বাংলাদেশ, রূপে রূপে ভরা এ দেশ রূপের নেইকো শেষ। গাছগাছালি পাখপাখালি সবুজে সব ঘেরা, নদী নালা সমুদ্দুরে দেশটি আমার সেরা। এমন দেশে জন্ম নিয়ে হলাম আমি ধন্য, এমন দেশের মতো দেশ কোথাও নেই অন্য।