Home ছড়া-কবিতা দেশের প্রতি আমিনুল ইসলাম

দেশের প্রতি আমিনুল ইসলাম

বাড়ির পাশে ফসলমাঠ
একটু দূরে গাঁয়ের হাট
ছোট্ট নদীর পাড়ে,
সবুজ বনের লতাপাতা
হৃদয়টাকে কাড়ে।

নেই এখন আর মাটির পথ
জড়িয়ে আছে নানান মত
খুঁজে বেড়াই তারে,
আমার শুধু ইচ্ছে জাগে
হাঁটতে নদীর ধারে।

ফসল মাঠের ছন্দ ঢেউ
কানে কানে বললো কেউ
দোলা দেবে মনে,
দেশের প্রতি ভালোবাসা
জাগেই প্রতিক্ষণে।

SHARE

Leave a Reply