আয়রে আমার প্রলয় তরুণ
তীব্র দহন দীপ্র অরুণ!
অচল ঘড়ি ভাঙরে দেখি
ভাঙরে তোরা গভীর গহন
নতুন জগৎ গড়বি তোরা
গড়ার ভার র্কনা বহন!
আয়রে আমার প্রলয় তরুণ
তীব্র দহন দীপ্র অরুণ!
প্রলয় নিয়ে আয়রে তোরা
নিলয় বিলয় হোক না আজ
চূর্ণ করে পূর্ণ র্ক
পুনঃ আবার স্বর্গরাজ।
বিষ-বিষাক্তে নীল হয়েছে
সাত সমুদ্র মাটির দেহ
কি হবে আর রেখে বল্
কলুষিত জীর্ণ গেহ!
সকল কিছু চূর্ণ করে
পূর্ণ র্ক আবার হে
শীর্ণ দেয়াল দীর্ণ র্ক
সকল নকল গুঁড়িয়ে দে।
অচল ঘড়ি ভাঙরে দেখি
ভাঙরে তোরা গভীর গহন
নতুন করে গড়বি জগৎ
গড়ার ভার র্কনা বহন।
আয়রে আমার প্রলয় তরুণ
তীব্র দহন দীপ্র অরুণ!
আয়রে আমার প্রলয় তরুণ!…