Home শব্দধাঁধা ফেব্রুয়ারি ২০২২ সংখ্যার ধাঁধা

ফেব্রুয়ারি ২০২২ সংখ্যার ধাঁধা

ফেব্রুয়ারি ২০২২ সংখ্যার ধাঁধা
পাশাপাশি: ১. ২১ ফেব্রুয়ারি ৫. সাদরে গ্রহণ করা, অভ্যর্থনা, প্রার্থনা ৬. নতুনের বিপরীত ৯. বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ।
উপর-নিচ: ১. ঢাকা বিভাগের একটি জেলা ২. উক্তি; কথা, ভাবপ্রকাশের সঙ্কেত ৩. আরব ও অন্য কোনো দেশের মুদ্রা ৪. যথার্থ, বাস্তব, নির্ভুল, প্রকৃত ৫. অরণ্য, জঙ্গল, কানন ৭. তীর, কূল, নদীতট.; স্থান ৮. নিশা, রজনী, বিভাবরী।

নভেম্বর ২০২১ সংখ্যার সঠিক উত্তরদাতা
চট্টগ্রাম: আফরিন সুলতানা, আবিদ চৌধুরী, আকবরশাহ; মো: তানজিদ হাসান তামিম, রিয়াদুল জান্নাত তাবাসসুম, তাজ উদ্দিন জাহেদ, ইশআতি মাশরুরা সোহা, আব্দুল্লাহ মুহাম্মদ তাহিব, সাইফুল ইসলাম, তারিকুদ্দিন, ফয়েজ উদ্দিন, আফসার উদ্দিন, রাকিবুল আলম জিহাদী, রেদওয়ানুল হক, হা. মু. আবরারুল হক, লোহাগাড়া; আব্দুল্লাহ আয়াফাত, রাউজান; আব্দুর রশিদ, কোতোয়ালি; আব্দুল্লাহ আল জিহাদ, সাতকানিয়া; ঐ।
ময়মনসিংহ: আবু নাঈম হোসাইন পারভেজ, মো: রাহাব, ফুলবাড়িয়া; নাবিল আহমেদ, শাওলি সামিরা, ত্রিশাল; স্বাধীন আহাম্মেদ, ইসমাইল হোসেন, কোতোয়ালি; ঐ।
রাজবাড়ী: মাহফুজুর রহমান তালহা, জুবায়ের আল মাহমুদ, মাহবুবুর রহমান তোহা, কালুখালী; ঐ।
নোয়াখালী: এম আলী আক্কাস, রাকিব হাসান সজিব, মো: সাগর, সাকি রেজোয়ান মাহির, হাতিয়া; মহিউদ্দিন, রাশেদ সালেহ, সুধারাম; ঐ।
চাঁদপুর: জাওয়াতা আফনান, কাশফিয়া আক্তার, মহিউদ্দিন, সাবরিনা আতিক, সানজিদা আলম, রহিমা আক্তার, রাবিনা আক্তার, জিহাদ হোসেন, মতলব দক্ষিণ; ঐ।
শরীয়তপুর: মো: কাওছার, মাহমুদ রিফাত, নাজমুল হুসাইন, মোহাম্মদ আসিফ, আফাজ উদ্দিন, সখিপুর; ঐ।
ভোলা: সালমান সাজিদ, কামরুল ইসলাম, চরফ্যাশন; মাহমুদুর রহমান তালহা, লালমোহন; ঐ।
রংপুর: ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, মিঠাপুকুর; জাহিদ হাসান সরকার, শাওন সরকার সাজিব, জুম্মাপাড়া; ঐ।
গাজীপুর: গোলাম মোস্তফা, আমির হামজা, রিয়াজুল ইসলাম রাহাত, শাহরিয়ার সৌরভ, শাহাদাত হোসেন শাকিল, সদর; রেজাউল করিম, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, কালিয়াকৈর; ঐ।
পাবনা: খালেদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ নিবির, নাজিবা বুশরা, সাইফুল্লা ইবনে বিল্লাহ, আরাফাত চৌধুরী, সদর; ঐ।
ঢাকা: সাজ্জাদ হোসেন, আলম হোসেন, উত্তরা পশ্চিম; সাদ বিন আব্দুল মালেক, আশুলিয়া; তাসমিয়া তাবাসসুম, সাহিবুর রিদা তাকি, কদমতলী; মাইসা জামান, ক্যান্টনমেন্ট; মুসফিরা সাফরিন, সবুজবাগ; তাসমিয়া সাকি, যাত্রাবাড়ী; তকী তাহমিদ আশরাফ, শাহজাহানপুর; মিফতাহুল জান্নাত পারিসা, চকবাজার; শাফাকুর রফিক, খিলগাঁও; ঐ।
চাঁপাইনবাবগঞ্জ: ইসরাত জাহান, হাসান নাসরুল্লাহ, হাসান আতিকুল্লাহ, আরমান আলী, মাহফুজা খাতুন, রাকিবুল ইসলাম রকি, কে এইচ আশিক উল্লাহ, নাচোল; ঐ।
রাজবাড়ী: জুবায়ের আল মাহমুদ, মাহবুবুর রহমান তোহা, মাহফুজুর রহমান তালহা, কালুখালী; ঐ।
বরিশাল: শিফা ইসলাম, মৃদুল হাসান নিশাত, মুয়াইবিন হোসেন তাওসিফ, সিফাত আল মামুন, বানারীপাড়া; আবু হুজাইফা, গৌরনদী; ঐ।
ঠাকুরগাঁও: আরিফ ফয়সাল, সাকিব আল হাসান, আব্দুল মুমিন, তুষার আহমেদ, আবু শিহাব, রানিশংকৈল; ঐ।
রাজশাহী: আতিকা বিনতে রেজা, রাইয়ান মুস্তফা, বোয়ালিয়া; ওসাবিন হোসেন, রবিন সিদ্দিকী ফারহান, সাঈদ নাবিল, সাঈদ নাফিস, বাঘা; ঐ।
কুমিল্লা: মুজাহিরুল ইসলাম, কাওসার হোসেন, দেবিদ্বার; ফারজানা আক্তার মিম, শাহ মোহাম্মদ ইমতিয়াজ, আব্দুর রহমান সাইফুল্লাহ, আদর্শ সদর; নাজমুল ইসলাম লিমন, মাজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহদী, কোতোয়ালি; গোলাম মোস্তফা, তারেক মনোয়ার সাকিব, ফাইজুল মাওলা ফুয়াদ, মাহফুজুর রহমান, মহিউদ্দিন মোল্লা, সদর দক্ষিণ; ঐ।
সাতক্ষীরা: সাকিব হাসান শোভো, এস এম তামিম, সদর; সালমা খাতুন, আব্দুস সালাম বিন নজরুল ইসলাম, আশাশুনি; মোয়াজ হুসাইন, আবিদ হাসান, ইয়াসিন আরাফাত, আবু রাসেল, আল মামুন, খালিদ সাইফুল্লাহ, মনিরুজ্জামান, মায়াজ বিন আব্দুল্লাহ, ফেরদৌস হোসেন, শ্যামনগর; এহসান সাবির তাওসিফ, পাটকেলঘাটা; ঐ।
ফেনী: ফাতেমা আক্তার নিশু, হাসান মতিউর রহমান, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহজালাল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ যোবায়ের, ফাহমিদা ফেরদৌস মিম, মুজাহিদুল ইসলাম মজুমদার, সোনাগাজী; ঐ।
অন্যান্য জেলাসমূহ: মো: হাসানুর রহমান, সদর, গোপালগঞ্জ; রায়হান মাহমুদ, গাংনী, মেহেরপুর; মো: নাঈম হোসেন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা; রনি খান, মিরপুর, কুষ্টিয়া; নুরে হাবিবা, সদর, পটুয়াখালী; মাহিম মাতুব্বর, ফাতেমা-তুজ জোহরা, সদর, মাদারীপুর; সামিয়া আক্তার, সোনাতলা, বগুড়া; জয়নাব মোশাররফা তাবাসসুম, ঈদগাঁও, কক্সবাজার; রেজাউল হক মুনির, কালীগঞ্জ, ঝিনাইদহ; সোহরাব হোসেন শুভ, দেওয়ানগঞ্জ, জামালপুর; ফাইরুজ লাবিবা, সদর, টাঙ্গাইল; জান্নাতুল ফেরদৌস মিমশাহ, সাওদা আলম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া; হাবিবুল্লাহ শেখ, সদর; ওমর ফয়সাল, বেলকুচি; সিরাজগঞ্জ; মো: সামিউল ইসলাম, সাদিয়া সুলতানা, সাদুল্লাপুর; গাইবান্ধা; জান্নাতুল ফেরদৌস, সালাউদ্দিন আইয়ুবী, সদর; নড়াইল; মোজাহিদ আলী, তানজিলা রহমান মিম, দিরাই; সুনামগঞ্জ; আহমদ নাসিফ, রামগতি; আবরার হোসাইন ফাহাদ, সদর; লক্ষ্মীপুর; মাহাদিয়া আক্তার, ফরহাদ হাবিব, মোঃ মারুফ, তেঁতুলিয়া; পঞ্চগড়; ওসমান আহমেদ, তানিম আহমদ, আহমেদ সিয়াম, ফরহাদ উদ্দিন, বিয়ানীবাজার; সিলেট।

নভেম্বর ২০২১ সংখ্যার সমাধান

নভেম্বর ২০২১ সংখ্যায় পুরস্কারের জন্য মনোনীত যারা
১. হা. মু: আবরারুল হক
লোহাগাড়া; চট্টগ্রাম
২. আবু নাঈম হোসাইন পারভেজ
ফুলবাড়িয়া; ময়মনসিংহ
৩. মাহফুজুর রহমান তালহা
কালুখালী; রাজবাড়ী
৪. সাকি রেজোয়ান মাহির
হাতিয়া; নোয়াখালী
৫. জাওয়াতা আফনান, মতলব; চাঁদপুর

SHARE

Leave a Reply