Home ছড়া-কবিতা কাঠবিড়ালী -রফিকুল নাজিম কাঠবিড়ালী -রফিকুল নাজিম February, 2022 গাছের ডালে কাঠবিড়ালী তিড়িংবিড়িং নাচে, পাতার ফাঁকে ফলটি পেলে প্রাণে যেন বাঁচে। দাঁতগুলো তার খুব ধারালো কুড়মুড়িয়ে খায়, পেটটা ভরলে গান ধরে সে নাচে নূপুর পায়। খোকার গাছের খায় পেয়ারা খুকির গাছের আম, খোকা খুকি বলছে তাকে এবার খানিক থাম্।